অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক অগ্রগতি


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত খ্রিস্টান, ইসলাম এবং ইহুদী এই তিন একেশ্বরবাদী ধর্মের জনকের নাম অনুযায়ী "আব্রাহাম অ্যাকর্ড" নামে এই চুক্তিকে অভিহিত করেছেন। ১৯৪৮ সালে ইসরাইল স্বাধীন রাষ্ট্র হওয়ার পর এটি যে কোন আরব রাষ্ট্রের সঙ্গে ইসরাইলের তৃতীয় শান্তি চুক্তি।

প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ আল নাহিয়ান, আশাবাদ ব্যক্ত করে বলেছেন "এই ঐতিহাসিক অগ্রগতি মধ্যপ্রাচ্যে শান্তি বয়ে আনবে।"

ওভাল অফিসে ঘোষণাকালে ট্রাম্প বলেন,"এখন যখন সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, আমি আশা করি সংযুক্ত আরব আমিরাতকে অন্যান্য আরব ও মুসলিম দেশসমূহ অনুসরণ করবে,"।

ট্রাম্প আরও বলেন , আমিরাতের মুসলিমরা এখন জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে নামাজ পড়তে পারবেন। নেতানিয়াহু তাঁর নতুন কূটনৈতিক অংশীদারের উদ্দেশ্যে বলেন,

যুবরাজ মোহাম্মদ বিন জায়েদকে, 'সালাম আলাইকুম, শালম আলেইচেম। আমাদের এবং সবার ওপর শান্তি বর্ষিত হোক।

XS
SM
MD
LG