অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্রাইল ও ফিলিস্তিনের আলোচকেরা এখন জর্ডানে আলোচনায় মিলিত হচ্ছেন


ইস্রাইল ও ফিলিস্তিনের আলোচকেরা এখন জর্ডানে আলোচনায় মিলিত হচ্ছেন
ইস্রাইল ও ফিলিস্তিনের আলোচকেরা এখন জর্ডানে আলোচনায় মিলিত হচ্ছেন

ইস্রাইল ও ফিলিস্তিনের আলোচকেরা এখন জর্ডানে আলোচনায় মিলিত হচ্ছেন । থেমে থাকা শান্তি আলোচনা আবার নতুন করে শুরু করার লক্ষেই এ আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে ।

এক বছরের বেশি সময়ের মধ্যে মঙ্গলবারের এটাই প্রথম বৈঠক । ইস্রাইলের বসতি গড়ার বিষয়টিকে কেন্দ্র করে ঐ শান্তি আলোচনা ভেঙ্গে গিয়েছিলো ।

দু’পক্ষই বলছে – আলোচনা আবার তারা শুরূ করতে চায় ,তবে কিনা আশার আলো তেমন একটা উজ্জল বলে মনে হচ্ছে না এবং ঐ বসতি গড়ার ইস্যুতে দু’পক্ষের অবস্থানই অনড় রয়েছে । ফিলিস্তিনীরা বলছে – বসতি নির্মান বন্ধ করতে হবে – ইস্রাইল এ দাবী প্রত্যাখ্যান করছে ।

জেরূজালেমের ইস্রাইল-ফিলিস্তিনী গবেষনা ও তথ্য কেন্দ্রের সহ-পরিচালক গার্শন বাসকিন ভয়েস অফ এ্যামেরিকাকে বলেছেন – ১৫ মাস কথা না বলবার পর এই যে দু’পক্ষের প্রতিনিধিরা একই কামরায় বসছেন এটাই একটা অস্তিবাচক লক্ষন ।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে মুখোমুখি হচ্ছেন ফিলিস্তিনী আলোচক সায়েব এরেকাত , ইস্রাইলী আলোচক ইটযাক মলচো এবং মধ্যপ্রাচ্য বিষয়ক চতুর্পক্ষিয় আলোচনা গোষ্ঠির প্রতিনিধিবৃন্দ ।

XS
SM
MD
LG