অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরোর তত্ত্বাবধায়নে সফলভাবে উত্‍‍ক্ষেপণ করা হল ভারতের ষষ্ঠ আই ইন দ্য স্কাই নামক উপগ্রহটি


ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের প্রতিদিন সম্পর্ক যত জটিল হচ্ছে ততই নতূন দিল্লীর তরফে বাড়ছে নজরদাড়ির মাত্রা। প্রসংগত বলা যেতে পারে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিভিন্ন এলাকা পর্যবেক্ষণে রাখতে আজই সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারতীয় স্পেস এজেন্সি ইসরোর তত্ত্বাবধায়নে সফলভাবে উত্‍‍ক্ষেপণ করা হল ভারতের ষষ্ঠ আই ইন দ্য স্কাই নামক উপগ্রহটির। এই উপগ্রহের সাহায্যে নিয়ন্ত্রণ রেখার কাছে সার্জিক্যাল স্ট্রাইকের মতো আক্রমণ চালানো হলে, তার তৎক্ষণাৎ ছবি চলে আসবে ভারতের হাতে।কার্টোস্যাট-টু ভারতকে পাঁচশো কিমি উচ্চতা থেকে প্রদক্ষিন করবে। সেখান থেকে শত্রু এলাকায় কতগলো সেনা ট্যাঙ্ক মোতায়েন রয়েছে, সেটা গুনতেও সক্ষম হবে এই উপগ্রহটি।

তবে ভারতের কাছে এধরনের পাঁচটি উপগ্রহ এরমধ্যেই রয়েছে। তাহলে ষষ্ঠ এই উপগ্রহের প্রয়োজন কেন পড়ল? এপ্রসঙ্গে ইসরোর চেয়ারম্যান ডক্টর এ.এস.কিরণ কুমারের দাবি, যে উপগ্রহগুলো ভারতের কাছে আগে থেকেই ছিল, সেগুলো মোটেই প্রাথমিক প্রয়োজন মেটানোর জন্যে যথেষ্ট ছিল না। সেই জন্যে সীমান্ত এলাকার ছবি অন্য সূত্র থেকে ভারতীয় সেনা বাহিনীকে কিনতে হয়েছিল। উচ্চমানের ছবি সংগ্রহের জন্যে মূলত নয়া এই উপগ্রহের প্রয়োজন ছিল। অন্তত সারা দেশের পূর্নাঙ্গ ছবি বছরে একবার পেতে, এই উপগ্রহের ভূমিকা অনস্বীকার্য। একই সাথে আগামী দিনে সীমান্তবর্তী এলাকা থেকে উচ্চমানের ছবির চাহিদা আরও বাড়বে, এমনই মত ইসরোর চেয়ারপার্সনের।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG