অ্যাকসেসিবিলিটি লিংক

ভূমধ্যসাগরে অন্তত ৪০ জন অভিবাসি মারা গেছেন: ইটালির নৌবাহিনী


ইটালির নৌবাহিনি জানিয়েছে জনাকীর্ণ নৌযানে করে বিদেশে পাড়ি জমানোর চেষ্টাকালে ভূমধ্যসাগরে অন্তত ৪০ জন অভিবাসি মারা গেছেন এবং উদ্ধার করা হয়েছে আরো অসংখ্য জনকে।

টুইটারে পোষ্ট করা ইটালির নৌবাহিনির বার্তায় বলা হয় লিবিয়ার উত্তরাঞ্চলের কাছাকাছি স্থানে উদ্ধার তৎপরতা এখনো চলছে। তবে ঐ ৪০ জন ঠিক কি অবস্থার কারণে মারা গেছে তা পরিস্কার জানা যায়নি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে যুদ্ধ, দারিদ্র নানা কারনে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে এ বছর সমুদ্র পথে ১ লক্ষ ৯২ হাজার অভিবাসি ও শরনার্থী ইউরোপ পৌঁছেছেন। আর সমুদ্রপথে পাড়ি জমানোর চেষ্টাকালে ভুমধ্যসাগর অতিক্রম করার সময় মারা যান ২ হাজারেরও বেশী মানুষ।

XS
SM
MD
LG