ইথিওপিয়ার মানুষ জাতীয় নির্বাচনে আজ ভোট দিচ্ছে। ধারণা করা হচ্ছে, ক্ষমতাসীন EPRDF দল নির্বাচনে জিতে আরো পাঁচ বছরের জন্য নির্বাচিত হবে। রাজধানী আদ্দিস আবাবায় রবিবার ভোট গ্রহন ভালভাবে হচ্ছে বলে মনে হচ্ছে। ভোটকেন্দ্রগুলোর বাইরে ভোটারদের দীর্ঘ লাইনে শান্তিপূর্ণভাবে অপেক্ষা করতে দেখা গেছে। বিরোধী দলগুলো বলছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু নয়, কারণ কর্মকর্তারা বিরোধী সমর্থকদের ওপর দমনমূলক ব্যবস্থা নিয়েছে। ব্লগার এবং সাংবাদিকদের নিয়মিতভাবে আটক করছে।