অ্যাকসেসিবিলিটি লিংক

জম্মু-কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বললেন, কাশ্মীর দ্বিধাবিভক্তই


জম্মু-কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বললেন, পাকিস্তান-অধিকৃত কাশ্মীর পাকিস্তানেরই। বাকি কাশ্মীর ভারতের। কাশ্মীর দ্বিধাবিভক্তই। ভারত আর পাকিস্তান যত যুদ্ধই লড়ুক, এই পরিস্থিতির বদল হবে না। অন্য দিকে, স্বাধীন কাশ্মীরের ভাবনাও অবাস্তব। কেননা, তিন-তিনটি পরমাণু শক্তিধর দেশ দিয়ে ঘেরা কেবল একা স্বাধীন কাশ্মীর হিসেবে টিঁকবে কেমন করে? ওটা অবাস্তব পরিকল্পনা। ভারতের সমালোচনা করে ফারুক বললেন, মহারাজ হরি সিং স্বাধীন কাশ্মীরকে ভারতের সংযুক্ত করতে সম্মতি দিয়েছিলেন তিন শর্তে - প্রতিরক্ষা, যোগাযোগ ও বিদেশ নীতি ছাড়া বাকি সব বিষয়ে স্বশাসন থাকবে কাশ্মীরবাসীর। ভারত তো তা মানছে না। সেই স্বশাসন কাশ্মঈরকে ফিরিয়ে দিক ভারত, তাহলেই সেখানে শান্তি ফিরে আসবে বলে মনে করেন ফারুক।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG