অ্যাকসেসিবিলিটি লিংক

সহযোগিতামূলক ও সাংবিধানিক অবস্থান গ্রহণ করুন-মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে জগদীপ ধনকড়


ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসম সফরে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর বার্তা, সহযোগিতামূলক ও সাংবিধানিক অবস্থান গ্রহণ করুন। পাশাপাশি কোচবিহারের জেলাশাসক, এসপি-র বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।তিনি ট্যুইটারে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, সংঘাতের পথ ছেড়ে সহযোগিতামূলক ও সাংবিধানিক অবস্থান গ্রহণ করুন। এতেই গণতন্ত্রের বিকাশ হবে। আইনের শাসন জোরদার করুন এবং মানুষের স্বার্থে কাজ করুন।একইসঙ্গে ট্যুইটে তিনি লিখেছেন, কোচবিহারে জেলাশাসক, এসপি অপ্রতিক্রিয়াশীল আচরণ করেছেন। সেখানে অসমে যাবতীয় বিধি মেনে রনপাগলিতে উপস্থিত রয়েছেন ডিভিশনাল কমিশনার, স্পেশাল ডিজিপি, জেলাশাসক এবং এসপি।

উল্লেখ করা যেতে পারে অতিসম্প্রতি পশ্চিমবঙ্গের সম্পন্ন হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে রাজ্যের কোচবিহার জেলায় সেনাবাহিনীর গুলিতে ৪ জন প্রাণ হারানোর পর কোচবিহারে অশান্তি লেগেই রয়েছে এবং শুধু তাই নয় জানা যাচ্ছে অশান্তি ও অত্যাচারের ভয়ে বেশ কিছু মানুষ ঘরছাড়া হয়ে অসমে গিয়ে আশ্রয় নিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে অসমে পৌঁছন রাজ্যপাল জাগদীপ ধনকার অত্যাচারিত মানুষের সঙ্গে দেখা করতে।

XS
SM
MD
LG