অ্যাকসেসিবিলিটি লিংক

দ্রুতগতির ইন্টারনেট বন্ধ রাখায় জীবনধারনে খুবই অসুবিধা হচ্ছে কাশ্মীরিদের


এক বছরের উপরে হয়ে গেল জম্মু ও কাশ্মীরে, বিশেষ করে কাশ্মীর উপত্যকায় ফোর জি ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখা হয়েছে। এতে কাশ্মীরিরা রোজকার কাজ চালাতে ও পড়াশোনা চালাতে অত্যন্ত অসুবিধের মধ্যে পড়ছেন। এই করোনা কালে সেটা আরও বেশি করে বোঝা যাচ্ছে। এ ব্যাপারে আদালতে দায়ের করা মামলা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে‌। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, জঙ্গি কার্যকলাপ বেড়ে যেতে পারে এই আশঙ্কায় দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট মোবাইল ফোনে দেওয়া এখনই সম্ভব নয়। তবে পরীক্ষামূলক ভাবে ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবসের পর জম্মুর একটি শহরে আর কাশ্মীরের একটি শহরে মোবাইল ফোনে ফোর জি ইন্টারনেট দেওয়া যেতে পারে। ইতিমধ্যে সেটা দেওয়া হয়েছে, কিন্তু স্বভাবতই কাশ্মীরিরা তাতে অত্যন্ত ক্ষুব্ধ। তাঁরা বলছেন, এত দেরিতে এত অল্প দেওয়া হলো কেন! জঙ্গি কার্যকলাপের দোহাই দিয়ে কেন্দ্রীয় সরকার এতদিন ধরে দ্রুতগতির ইন্টারনেট বন্ধ রাখায় আমাদের জীবনধারনে খুবই অসুবিধা হচ্ছে। এখন যখন অবস্থা কিছুটা আয়ত্তের মধ্যে বলে কেন্দ্রীয় সরকার নিজেই মনে করছে, যার জন্য গতকাল দশ হাজার কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তখন দ্রুতগতির ইন্টারনেট না দেওয়াটা খুবই অনুচিত। এ বিষয়ে কাশ্মীরি আইনজীবীরা আরও একবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন।

সরাসরি লিংক


XS
SM
MD
LG