অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানে ভুমিধ্বসে এখনো নিখোঁজ ১০০জন 


Police officers conduct a rescue and search operation at the site of a mudslide caused by heavy rain at Izusan district in Atami, Japan, July 5, 2021. (Kyodo/via Reuters)
Police officers conduct a rescue and search operation at the site of a mudslide caused by heavy rain at Izusan district in Atami, Japan, July 5, 2021. (Kyodo/via Reuters)

জাপানে জরুরি ত্রাণ কর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছেনI শনিবার এই সমুদ্র তীরবর্তী শহরের জনপদ ভুমিধ্বসে ক্ষতিগ্রস্ত হয়I
এখনো ১০০জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছেI টোকিও থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই জনপ্রিয় গ্রীস্মকালীন পর্যটন শহরের প্রায় ১৩০টি বাড়ি ও ভবন ভুমধ্বসে ক্ষতিগ্রস্ত হয়েছেI

অন্তত ৩জন নিশ্চিতভাবে প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেনI কয়েকদিনের ভারী বর্ষণের কারণে এই ভূমিধ্বসের সৃষ্টি হয় I পুরো জুলাই মাসে আতামিতে রেকর্ড পরিমান বৃষ্টির চাইতেও বেশি বৃষ্টিপাতের আশংকা করছেন আবহাওয়াবিদরাI

টোকিও অলিম্পিকস উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েকদিন আগে এই ভূমিধ্বসের খবর এলোI জাপানের অলিম্পিকস অনুষ্ঠান সমগ্র দেশজুড়ে সংক্রমণ বৃদ্ধির কারণে অনিশ্চিয়তার মুখে রয়েছেI

(রয়টার্স)

XS
SM
MD
LG