অ্যাকসেসিবিলিটি লিংক

জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন বা GSA, বাইডেনের সহায়তায় এখনো নীরব 


ওয়াশিংটনস্থ সরকারি সংস্থা, জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন বা GSA 'র দায়িত্ব রয়েছে সদ্য প্রেসিডেন্ট হিসাবে মনোনীত জো বাইডেনকে স্বীকৃতি দিয়ে, সরকারিভাবে হস্তান্তরণ প্রক্রিয়া শুরু করাI সেই লক্ষ্যে GSA, তাদেরকে অফিস স্পেস দিয়ে সাহায্য করার কথাI তবে ট্রাম্প মনোনীত GSA 'র প্রশাসক, এমিলি মারফি এখনো নীরব,কোন উৎসাহ তিনি দেখান নিI

বাইডেনের হস্তান্তরণ প্রক্রিয়ায় সহায়তাকারী, জেন সাকি বলেছেন, আমেরিকার জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ উন্নয়ন, যুক্তরাষ্ট্র সরকার কিভাবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরণে জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হন, তাঁর ওপর নির্ভর করবেI

XS
SM
MD
LG