অ্যাকসেসিবিলিটি লিংক

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ বিষয়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক


সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত প্রস্তাবিত আইন বিচার বিভাগ ও সংসদকে মুখোমুখি দাঁড় করাবে না বলে মনে করছেন আইন কমিশনের চেয়ারম্যান এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

সোমবার মন্ত্রীসভায় নীতিগত অনুমোদন পাওয়া এ আইনের ওপর মঙ্গলবার প্রতিক্রিয়া ব্যাক্ত করে বিচারপতি খায়রুল হক সাংবাদিকদের বলেন সবারই জবাবদিহিতা থাকা উচিত এবং বিচারপতিরা এর বাইরে নন । পৃথিবীর দু একটি দেশ ছাড়া সকল দেশে বিচারপতিদের অপসারণের আইন রয়েছে বলে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন এই আইনের ফলে বিচারপতিরা মানসিক চাপ বা অহেতুক হয়রানির শিকার হবেন না।

এদেশে একমাত্র রাষ্ট্রপতি ছাড়া আর কেউ আইনের ঊর্ধ্বে নন বলে বিচারপতি খায়রুল হক মন্তব্য করেন। বিচারপতি নিয়োগেও আইন থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি।

সরাসরি লিংক


XS
SM
MD
LG