আফগানিস্তানের রাজধানী কাবুলের গেষ্ট হাউজে কয়েক ঘন্টাব্যাপী সন্ত্রাসী হামলায় বিদেশীসহ ১৪ জন নিহত হয়েছে। তালিবান ঐ হামলার দায় শিকার করেছে।
বিদেশীদের পার্টি চলাকালে কাবুল পুলিশ প্রধান আব্দুল রাহমান বলেছেন বুধবার রাতে পার্ক প্যালেস হোটেলে বন্দুকধারীরা হামলা চালায়। পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে ৫ ঘন্টা গোলাগুলির পর ৩ আততায়ী নিহত হওয়ার পর তা থামে।
কাবুলে যুক্তরাস্ট্র দূতাবাস জানায় ওই ঘটনায় যুক্তরাস্ট্রেরএকনাগরিক নিহতহয়েছেন। ভারতীয় কতৃপক্ষ জানায় ৪ জন ভারতীয় নিহত হয়েছেন।
তালিবানএক বিবৃতিতে বলেছে ঐপার্টিতে আমেরিকানরা রয়েছেন এই খবর পেয়ে তালিবান সেখানে আক্রমণ চালায়।