অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের মনোযোগ কেঁড়ে নিয়েছেন কমলা হারিস 


দক্ষিণ ভারতীয় মাতা ও জ্যামাইকার পিতার ঘরে জন্ম নেয়া, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসাবে মনোনীত কমলা হারিস এখন,সবার মনোযোগের আকর্ষণI শ্বেত-শুভ্র, চৌকষ পোশাক পরিধানরত, কমলা হারিস, শনিবার রাতে ভাষণ দেবার সময় মন কেঁড়ে নিলেন বিশ্ববাসীরI জো বাইডেনের সঙ্গে একই দিন, ২০শে জানুয়ারী তিনি শপথ নিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে, প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে নজির সৃষ্টি করবেনI

অন্যদিকে জো বাইডেন, ৭ কোটি ৪০ লক্ষ ভোট পেয়ে, ভোটের ইতিহাস গড়েছেনI ২০শে জানুয়ারী ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলে, তিনিই হবেন যুক্তরাষ্ট্রে সবচাইতে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্টI জনগণের ভালোবাসায় উদ্দীপ্ত, জো বাইডেনকে শনিবার সন্ধ্যায় ভাষণ দেবার সময় সমাহিত, উজ্জীবিত, পরিতৃপ্ত, চৌকষ এবং নিঃসন্দেহে বয়সের তুলনায় নবীন লেগেছেI

কমলা হারিস বলে থাকেন বর্ণবাদের কোনো ভ্যাকসিন নেই, তাই আমাদের এর বিরুদ্ধে তৎপর হতে হবেI ভাইস প্রেসিডেন্ট পেন্সের সঙ্গে সাক্ষাৎকারের পরের দিন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে "মনস্টার" বা দানব বলে সম্বোধন করেছিলেনI এক অর্থে কমলা, সংস্কৃতভাষায় যার অর্থ, পদ্মফুল, আজ বিকশিত হয়ে বিশ্ববাসীকে দানবীয় চমক লাগিয়ে দিয়েছেনI

সমীক্ষকদের ধারণা, প্রেসিডেন্ট বাইডেন গুরুত্বপূর্ণ অনেক ইস্যু সমাধানের দায়িত্ব কমলা হারিসের ওপরই ন্যস্ত করবেন, যেমনটি ইঙ্গিত তিনি তাঁকে বেছে নেবার সময় দিয়েছিলেনI

XS
SM
MD
LG