অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের সংখ্যালঘু কারেন, রাখাইন ও কাচিন গ্রূপের সদস্যরা বিক্ষোভে যোগ দিয়েছেন 


যারা প্রায়শই, নিজ দেশে দমনের শিকার, সেই কারেন, রাখাইন ও কাচিন সংখ্যালঘু জনগোষ্ঠীর লোকজন, বৃহস্পতিবার, ৬ম দিনের সামরিক সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেনI মিয়ানমারের সামরিক বাহিনী বহু দশক ধরে তাদের বৃহত্তর স্বায়ত্ত শাসনের দাবি খর্ব করতে, তাদের লক্ষ্যবস্তূ করেছেI

সামরিক বাহিনী, দেশব্যাপী তাদের নিয়ন্ত্রণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মিয়ানমারে, প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছেI সামরিক বাহিনী ভোট জালিয়াতির দাবিকে, সামরিক অভ্যূথান জারি করার অজুহাত হিসাবে ব্যবহার করছেI সামরিক বাহিনীর প্রধান, জেনারেল মিন হ্লেইং, জাতীয় টেলিভিশনে ভাষণে বলে, সত্যিকার ও সুশৃঙ্খল গণতন্ত্র প্রতিষ্ঠায় নুতন নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে তিনি কোন তারিখ উল্লেখ করেন নিI

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ, টম এন্ড্রুস, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর বর্ধিত হারে শক্তি প্রয়োগে শংকিত হয়ে, নিরাপত্তা বাহিনীকে সংযত থাকার আবেদন জানানII
প্রেসিডেন্ট বাইডেন, বুধবার এক নির্বাহী আদেশ বলে, যুক্তরাষ্ট্রে গচ্ছিত, মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের ১০০ কোটি ডলার অর্থ সম্পদ জব্দ করার কথা ব্যক্ত করেনI তিনি বলেন, সামরিক বাহিনী যে ক্ষমতা কুক্ষিগত করেছে, তা তাদের, অবশ্যই ছাড়তে হবেI

XS
SM
MD
LG