কেনিয়ার নাইরোবি জাতিয় পার্ক থেকে একটি সিংহ লোকালয়ে বেরিয়ে শুক্রবার রাজধানীর ব্যাস্ত রাস্তায় ঘোরাঘুরিরর সময় এক ব্যাক্তির ওপর হামলা করে।
এক মাসেরও কম সময়ে এই তৃতীয়বার কোনো সিংহ চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে অধিবাসিদেরকে সন্ত্রস্ত করেছে। ঘটনার পর Kenya Wildlife Service কর্তৃপক্ষ দ্রুত সিংহটিকে ধরে খাচায় পোরে।