অ্যাকসেসিবিলিটি লিংক

জো বাইডেন কেনশা সফরে যাবেন বৃহস্পতিবার 


ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী, জো বাইডেন জানান, তিনি বৃহস্পতিবার উইসকনসিন রাজ্যের সংঘাত পীড়িত শহর, কেনশা সফর করবেনI একজন কৃষ্ণাঙ্গকে শেতাঙ্গ এক পুলিশ অফিসার গুলি করার পর, তার জেরে উত্তেজনা এবং ধ্বংস প্রত্যক্ষ করতে, প্রেসিডেন্ট ট্রাম্প এখানে সফরে আসার কয়েকদিন পরেই, তিনি ওই শহরটি সফর করতে যাচ্ছেনI

জো বাইডেনের নির্বাচনী দল জানায়,যে তিনি এরপর সেখানে একটি কমিউনিটি আলোচনায় যোগ দেবেনI সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন,"আমরা একত্রিত হয়ে এর একটা সমাধা দিতে চাই ,সকল জনগণকে একত্রিত করতে চাই"I

XS
SM
MD
LG