অ্যাকসেসিবিলিটি লিংক

আল শাবাব বন্দুকধারীদের একজন, কিনিয়ার সরকারী এক কর্মকর্তার পুত্র, বন্দুকধারীরা ১৪৮জনকে হত্যা করেছে


Christians sing during the service at the Our Lady of Consolation Church, which was attacked with grenades by militants almost three years ago, in Garissa, Kenya, April 5, 2015.
Christians sing during the service at the Our Lady of Consolation Church, which was attacked with grenades by militants almost three years ago, in Garissa, Kenya, April 5, 2015.

কিনিয়ায় কর্তৃপক্ষ আল শাবাব বন্দুকধারীদের একজনকে সরকারী এক কর্মকর্তার পুত্র বলে শনাক্ত করেছে। বন্দুকধারীরা বিশ্ববিদ্যালয়ে ১৪৮জনকে হত্যা করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্র রবিবার বলেছেন, গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে যে চারজন আত্মঘাতী আক্রমনকারী বৃহস্পতিবার হত্যাকান্ডে মারা যায়, আব্দিররাহিম আব্দুল্লাহী তাদের একজন। মুখপাত্র বলেছেন ওই কর্মকর্তা এর আগে বলেছেন তাঁর পুত্র নিখোঁজ।

ইতিমধ্যে কিনিয়ার জনগন ইস্টার সানডের প্রার্থনা সভা, বৃহস্পতিবার হত্যাকান্ডের যারা শিকার হন, তাদের প্রতি উৎসর্গ করেন। সারা দেশে কঠোর নিরাপত্তার মাঝে সব অনুষ্ঠান উদযাপিত হয়।

XS
SM
MD
LG