অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ যারিফ সোমবার আবারও সুইতজারল্যান্ডে দেখা করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে যে দীর্ঘ আলোচনা চলছে তার লক্ষ্য এ মাসের ভেতরেই একটি গুরুত্বপূর্ণ ফলাফল বের করে আনা।

মিঃ কেরি এবং মিঃ যারিফ দুপক্ষের কুটনীতিক ও বিশেষজ্ঞদের সঙ্গে রোববার এই দফার আলোচনায় বসেছেন। তারা নিজেরা যে সময়সীমা নির্ধারণ করেছিলেন, তার আর মাত্র দু সপ্তাহ বাকি। এই সময়ের মধ্যে, দুপক্ষের, ইরানের পারমাণবিক কর্মসূচী যে শান্তিপূর্ণ তা নিশ্চিত করা এবং সেই সাপেক্ষে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া বিষয়ে একটি সমঝোতায় পৌঁছুনোর কথা।

মিঃ কেরি রোববার বলেছেন, এখন সামনে যে বাধাগুলো রয়েছে সেগুলো মূলত রাজনৈতিক বাধা।

XS
SM
MD
LG