অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলী ও ফিলিস্তিনদের মধ্য শান্তি প্রতিষ্ঠা সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর সতর্ক আশাবাদ


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ইসরাইলি ও ফিলিস্তিনদের মধ্যে প্রাণঘাতী সহিংসতা কমিয়ে আনার ব্যাপারে সমাধানে পৌছুনো সম্পর্কে সতর্ক আশাবাদ প্রকাশ করেছেন।

বার্লিনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহুর সঙ্গে বৈঠকের পর কেরি বলেন যে এখন উভয় পক্ষের জন্য সময় এসছে পরস্পর নিন্দে জ্ঞাপন এবং বাগাড়ম্বর থেকে বেরিয়ে আসার। তিনি আরও বলেন অশান্তি বন্ধ করার জন্য উভয় পক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এই হানাহানিতে কমপক্ষে আটজন ইসরাইলি এবং ৫০ জন ফিলিস্তিনি প্রাণ হারায়।

নেতেনইয়াহু বলেন তাঁর এই অভিযোগের পুনরাবৃত্তি ঘটিয়ে বলেন বর্তমানে এই উপর্যুপরি আক্রমণের প্রত্যক্ষ কারণই হচ্ছে উস্কানি, হামাসের উস্কানি , ইসরাইলে ইসলামি আন্দোলনের উস্কানি ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উস্কানি।

XS
SM
MD
LG