অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কাজাকস্তানের প্রেসিডেন্টের অঙ্গে সাক্ষাত করেন


Kazakhstan Kerry Central Asia
Kazakhstan Kerry Central Asia

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী সোমবার কাজাকস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবাইয়েভ এর সঙ্গে সাক্ষাৎ করেন। মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের চার দিনের সফরে এটি ছিল তৃতীয় দিন।

প্রেসিডেন্ট নাজারবাইয়েভ বলেছেন কাজাকস্তান এর সার্বভোমত্ব ও অর্থনৈতিক উন্নয়নের জন্য যুক্তরাষ্ট্রের স্থায়ী ও অব্যাহত সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ।

কেরী চাইছেন ওই অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করতে। তিনি, কাজাকস্তানের পররাষ্ট্রমন্ত্রী এরলান ইদ্রিসসোভ এর সঙ্গেও সাক্ষাত করেন।

রবিবার উজবেকিস্তানে কেরী ৫টি সাবেক রুশ প্রজাতন্ত্রের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই ৫টি প্রজাতন্ত্র হচ্ছে কাজাকস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান।

XS
SM
MD
LG