অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের মানবাধিকার পরিষদে ইসরাইলের পক্ষাবলম্বন করলেন জন কেরি


সোমবার, জাতিসংঘের মানবাধিকার পরিষদে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরাইলের পক্ষে বলেছেন...।বলেছেন, ঐ দেশের ওপর যেভাবে জোর দেয়া হচ্ছে, তাতে সুস্পষ্টভাবেই অসমতা নজরে পড়ে।

ওদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওয়াশিংটনে ইসরাইল পন্থী দলের সম্মেলনে ভাষণ দেন। এবং মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বক্তব্য রাখবেন।

জেনিভাতে বক্তব্যদানকালে মিঃ কেরি বিভিন্ন মানবাধিকার লংঘনের বিষয়গুলো তুলে আনায় জাতিসংঘের ঐ কাউন্সিলের ভূমিকার কথা উল্লেখ করেন। অবশ্য তিনি প্রশ্ন তোলেন ইসরাইলকেই কেন সবসময় সমাধানের পথ বাতলাতে হবে। তিনি বলেন, ইসরাইল রাষ্ট্রকে নিয়মিত অগ্রহণযোগ্য এবং বিচ্ছিন্ন করে তোলার চেষ্টা তাঁরা সমর্থন করেন না।

তিনি আরো বলেছেন, মানবাধিকার প্রশ্নে কোন দেশেরই পার পাওয়া উচিত নয়।

কিন্তু কোন দেশরই ভিত্তিহীন পক্ষপাতিত্বের শিকার হওয়াটাও ঠিক হবে না।

XS
SM
MD
LG