অ্যাকসেসিবিলিটি লিংক

হিরোশিমা স্মৃতি স্তম্ভ পরিদর্শন করে কেরী অভিভূত হন


Japan US G7 Foreign Ministers John Kerry, Japan
Japan US G7 Foreign Ministers John Kerry, Japan

জন কেরী বলেছেন যুক্তরাষ্ট্রের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাপানের হিরোশিমা সফর করতে পেরে তিনি অভিভূত ও সম্মানিত বোধ করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষ হয় তখন যুক্তরাষ্ট্রের আনবিক বোমার আঘাতে হিরোশিমা বিধ্বস্ত হয়।

গ্রুপ অফ সেভেন শিল্পোন্নত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দু দিনের বৈঠক শেষে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কেরী ওই মন্তব্য করেন। হিরোশিমায় যারা আনবিক বোমার শিকার হন, তাদের উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে স্মৃতি স্তম্ভ আছে, পররাষ্ট্রমন্ত্রীরা সেটাও পরিদর্শন করেন।

হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক পরিদর্শনের পর, কেরী বলেন “ প্রদর্শনী ছিল আবেগময়। মনকে তা নাড়া দেয়। একজন মানুষ হিসেবে আপনার সংবেদনশীল অনুভূতিকে জাগ্রত করে।”

XS
SM
MD
LG