অ্যাকসেসিবিলিটি লিংক

কেরী আফগান নির্বাচন নিয়ে দ্বিতীয় দিনের মতো বৈঠক করছেন।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী গতকাল শুক্রবারের পর আজ শনিবার আবার্রও আফগান্স্তিানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করছেন। তিনি চেষ্টা করছেন আন্তর্জাতিক সৈন্যদের আফগানিস্তান ত্যাগের মাত্র কয়েক মাস আগে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সংকট নিরসনের।

আজ দিনে আরও আগে, কেরি কাবুলে আফগানিস্তানের দু জন প্রেসিডেন্ট প্রার্থির সঙ্গে বৈঠক করেছেন। প্রথমে তিনি আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং তার পর আশরাফ গণির সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। উভয়ই ১৪ই জুনের ফিরতি নির্বাচনে নিজেদের বিজয়ী বলে দাবি করেছেন। এই প্রার্থিদের মধ্যে বিজয়ী জনই বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের স্থলাভিষিক্ত হবেন। সেখানে ব্যালট জালিয়াতিকে কেন্দ্র করে চরম উত্তেজনাকর অবস্থা চলছে।

শুক্রবার উপর্যুপরি বৈঠকগুলিতে কেরি নির্বাচন প্রক্রিয়ায় ধৈর্য প্রদর্শনের আহ্বান জানান ঐ একই দিন জাতিসংঘ সামনের সপ্তাগুলোতে ব্যালট পর্যালোচনার একটা পরিকল্পনা প্রকাশ করে।

মনে হচ্ছে তাঁর সফরের ফলে তিনি একতরফা ভাবে প্রার্থিদের নিজেদেরকে বিজয়ী ঘোষনা এবং সমান্তরাল সরকার চালানো থেকে নিবৃত্ত করতে পেরেছেন।

XS
SM
MD
LG