অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পারমানবিক চুক্তি সফল করতে আমেরিকানদের সমর্থন চেয়েছেন জন কেরী


ইরানের পারমানবিক কর্মসূচী বিষয়ক চুক্তি সফল করতে আমেরিকানদের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরী। বুধবার ফিলাডেলফিয়ায় এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি বলেন আমি আমার সারা জীবনের অভিজ্ঞতায় বলতে পারি ইরানের সঙ্গে করা পারমানবিক চুক্তি একটি ইতিবাচক পদক্ষেপ।

জন কেরির বক্তব্যের বিরোধীতা করে ফিলাডেলফিয়ার অনুষ্ঠানে অংশগ্রহনকারী ঈহুদী সম্প্রদায়ের লোকেরা বলছেন এ ই চুক্তি ইসরাইলের জন্য ঝুকি বাড়াবে।

ওয়াশিংটনে ডেমোক্রেটিক সেনেটর বারবারা মিকুলস্কি এই চুক্তি সমর্থন করার ঘোষণা দিয়েছেন। চুক্তির পক্ষে Joint Comprehensive Plan of Action (JCPOA) নামের সেনেটরদের সমর্থনের তালিকায় বারবারা ৩৪তম সেনেটর।

XS
SM
MD
LG