অ্যাকসেসিবিলিটি লিংক

কেরি ও জারিফ তেহরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ দ্বিতীয় দিনের মত সুইতজারল্যান্ডে দেখা করেছেন। তারা তেহরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে কথা বলছেন।

মঙ্গলবার সকালে কেরি এবং জারিফ দুঘন্টার জন্যে দেখা করেন। মধ্যাহ্নের বিরতির পর তাদের দূপুরের আলোচনা শুরু হয়।

বিরতি সময় জারিফকে এক প্রতিবেদক জিজ্ঞেশ করেন, আলোচনা কতটা অগ্রসর হচ্ছে। তিনি উত্তরে বলেন, “আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি”।

ইরান এবং জাতি সংঘের ৫ স্থায়ী সদস্য ও জার্মানী অর্থাৎ P5 + 1, স্ব-আরোপিত সময়সীমা মার্চের ৩১ তারিখের মধ্যে একটি চুক্তির কাঠামো তৈরি করতে চেষ্টা করছেন। জুলাইয়ের ১ তারিখের মধ্যে আলোচকদের একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছোতে হবে।

P5 + 1, এমন একটি চুক্তিতে পৌঁছোতে চেষ্টা করছে, যার আওতায় ইরানের ইউরেনিয়াম উত্তোলন সীমিত করা হবে, এবং ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ হবে। ইরান দাবী করছে, ইরানের পারমাণবিক কর্মসূচী শান্তিপূর্ণ এবং তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি চায়।

XS
SM
MD
LG