অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে গুলি করে হত্যা অব্যাহত 


অ্যাসিস্ট্যান্স এসোসিয়েশন অব পলিটিকাল প্রিজনার্স সংক্ষেপে AAPP জানায়, সোমবার সমগ্র মিয়ানমার জুড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৪ জন প্রতিবাদকারী নিহত হয়েছেনI এই গ্রূপটি গোড়া থেকেই বার্মার ঘটনাবলীর ওপরে নজর রাখছেI তারা জানায় সোমবার, মৃতের সর্বমোট সংখ্যা এসে দাঁড়ালো ৫১০ এI ইয়াংগুন শহরে সোমবার ৮ জনের মৃত্যু হয়েছেI সাগাইং অঞ্চলসহ দেশের সর্বত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়I সাগাইংয়ে শত শত প্রতিবাদকারী, নিহত ২০ বছরের একজন নার্সের প্রতি শ্রদ্ধা জানাতে লাইনবদ্ধ হয়ে দাঁড়ানI

জাতিসংঘ মহাসচিব, আন্তোনিও গুটেরেজ বলেন, বার্মার সশস্ত্র দিবসে যা ঘটলো, তা পাশবিকতাপূর্ণ ও অমানবিকI নিজস্ব জনগণের বিরুদ্ধে এই অতিমাত্রার বলপ্রয়োগ, নিতান্তই অগ্রহণযোগ্যI

XS
SM
MD
LG