অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতা শহরে মার্কেটের ৯ তলায় আগুন


kolkata fire
kolkata fire

আবার কলকাতা শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লেগেছে বড় বাজারের নন্দরাম মার্কেটে।মার্কেটের ৯ তলায় আগুন লাগে। ঘটনাস্থলে সর্বশেষ খবর অনুযায়ী রয়েছে দমকলের মোট ১১ টি ইঞ্জিন।

নন্দরাম মার্কেটের ৯ তলায় একটি কাপড়ের গুদাম রয়েছে। সেখানেই আগুন লাগে বলে জানা গেছে। প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। তারপর ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়। ঘটনাস্থলে দমকলের একের পর এক ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। উল্লেখ করা যেতে পারে ১১ বছর আগে নন্দরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এখনও সবার স্মৃতিতে টাটকা। ২০০৮-এর ১২ জানুয়ারি আগুন লাগে নন্দরাম মার্কেটে। টানা ৭ দিন ধরে জ্বলেছিল সেই আগুন। সেবার আগুনে ভস্মীভূত হয়ে যায় নন্দরাম মার্কেটের ৭ তলা ,আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রসঙ্গত বলা যেতে পারে গত ২০০৮ সালে নন্দরাম মার্কেটে আগুন লাগার পর উপরের অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেটা হয়নি। তবে কেন হয়নি? তা নিয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী। তাঁর বক্তব্য, "আগে আগুন নিভুক তারপর বাকি কথা।"

কলকাতা সংবাদদাতা পরমাসিষ ঘোষরায়ের প্রতিবেদন।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG