অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে মতৈক্য হয়েছে


South Korean National Security Director, Kim Kwan-jin, right, and Unification Minister Hong Yong-pyo, second from right, shake hands with Hwang Pyong So, left, North Korea' top political officer for the Korean People's Army, and Kim Yang Gon, a senior Nor
South Korean National Security Director, Kim Kwan-jin, right, and Unification Minister Hong Yong-pyo, second from right, shake hands with Hwang Pyong So, left, North Korea' top political officer for the Korean People's Army, and Kim Yang Gon, a senior Nor

দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে মতৈক্য হয়েছে। তিন দিন ধরে জোরালো আলোচনার পর এই মতৈক্য হলো।

বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিইউন হাই সোমবার প্রকাশ্যে দাবী করেছেন যে উত্তর কোরিয়া সম্প্রতি যে উষ্কানি দিয়েছে তার সংশোধন করুক। ওদিকে কোরীয় উপদ্বীপে যুদ্ধ এড়ানোর জন্য যে আন্ত কোরীয় আলোচনা হচ্ছে তা কূটনৈতিক সমাধান অর্জন করতে ব্যর্থ হচ্ছে।

প্রেসিডেন্ট পার্ক তার সহকারীদের সঙ্গে এক বৈঠকে বলেন আমাদের প্রয়োজন সুস্পষ্ট ক্ষমা প্রার্থনা এবং কিছু পদক্ষেপ যা ভবিষ্যতে ওই ধরনের উষ্কানি মূলক আচরণ ও উত্তেজনা পূর্ণ পরিস্থিতি প্রতিরোধ করবে।

XS
SM
MD
LG