প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে আজ শ্রম দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের ৩ লক্ষ কনট্রাকটারের জন্য অসুস্থতার সময় বেতন সহ ছুটি পাওয়ার ব্যবস্থা করেছেন।
ওবামা, যিনি একজন ডেমোক্রাট, গত ১৬ মাসে, শ্রমিকদের সুবিধার জন্য তার কয়েকটি প্রস্তাব, রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে অনুমোদিত হয়নি। আজ বস্টানে শ্রমিক ইউনিয়নের এক সমাবেশে, এক নির্বাহী নির্দেশনামায় সাক্ষর করবেন। তার অধীনে, ২০১৭ সাল থেকে যারা কেন্দ্রীয় সরকারের কনট্রাকটিং কম্পানির জন্য কাজ করেন, তারা ৭ দিন অসুস্থতার সময় বেতন সহ ছুটি পাবেন।
ওবামা বলেন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের একমাত্র উন্নত অর্থনীতির দেশ যেখানে অসুস্থতার সময় বা মায়েদের সন্তান প্রসবের পর বেতন সহ ছুটির নিশ্চয়তা নেই।