অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ায় ভারী বর্ষণ ও ভূমিধসে জনজীবন ব্যাহত, মৃত অন্ততঃ ২১জন 


পূর্বাঞ্চলীয় ইন্দোনেশিয়ায় ভারী বর্ষণ, প্রবল বন্যা ও ভূমিধসে অন্ততঃ ২১ জনের মৃত্যু হয়েছে, গৃহহীন হয়েছেন কয়েক হাজার বানভাসি মানুষ এবং এখনো অনেকে নিখোঁজ রয়েছেনI

দুর্যোগ সংস্থার মুখপাত্র, রাদিত্য জাতি বলেন, পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে কাদা ল্যামেনেলে গ্রামের ৫০টি ঘরবাড়ি গ্রাস করে এবং এই গ্রামের বহু বাড়ি মাটির নিচে তলিয়ে যায়I মুখপাত্র রাদিত্য বলেন, পুরো সপ্তাহ ধরে দুর্যোগ আবহাওয়া অব্যাহত থাকবেI

পার্শ্ববর্তী পূর্ব তিমোরেও, ভূমিধসে ১২ জন প্রাণ হারিয়েছেনI জানুয়ারী মাসে, পশ্চিম জাভায় ভূমিধসে ৪২ জন প্রাণ হারিয়েছিলেনI

XS
SM
MD
LG