অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প লাস ভেগাসে গেছেন, মারাত্মক ব্যাপক হত্যাকান্ডের তদন্ত চলছে


U.S. President Donald Trump and first lady Melania Trump are greeted by Nevada Governor Brian Sandoval as they arrive to meet with officials and first responders in the wake of the mass shooting in Las Vegas, Nevada, Oct. 4, 2017.
U.S. President Donald Trump and first lady Melania Trump are greeted by Nevada Governor Brian Sandoval as they arrive to meet with officials and first responders in the wake of the mass shooting in Las Vegas, Nevada, Oct. 4, 2017.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ বুধবার লাস ভেগাসে গেছেন। সেখানে তদন্তকারীরা এখনও বার করতে চেষ্টা করছেন যে এক বন্দুকধারী, কেন, একটি কান্ট্রি মিউসিকের কনসার্টের দর্শকদের উপর গুলি বর্ষণ করে। ওই হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়। বন্দুকধারী আত্মহত্যা করে।

বুধবার সকালে ওয়াশিংটন থেকে, লাস ভেগাসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন “এত অল্প সময়ের মধ্যে পুলিশ চমৎকার কাজ করেছে। আমরা তাদের সঙ্গে দেখা করব এবং তাদের প্রতি সম্মান দেখাবো”। তিনি বলেন ব্যক্তিগত ভাবে আমার জন্য এটা খুবই দুঃখজনক দিন।

প্রেসিডেন্ট বন্দুকধারীর বর্ণনা দিতে গিয়ে বলেন ওই ব্যক্তি ‘অসুস্থ’ ও ‘উন্মাদ’।তিনি বলেন বন্দুক নিয়ন্ত্রণের ব্যাপারে কোন নতুন নীতিমালা বিষয়ে আলোচনা পরে করা হবে।

XS
SM
MD
LG