অ্যাকসেসিবিলিটি লিংক

লাটভিয়ার রাজধানীতে ইউক্রেইন্ সংকট নিয়ে আলোচনা


লাটভিয়ার রাজধানীতে ইউক্রেইনের সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা দ্বিতীয় দিনের মত বৈঠকে বসেন I অনেক মন্ত্রীই মিনস্ক অস্ত্র বিরতি ও শান্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ওদিকে ইউক্রেইনের বন্দর নগরী মারিয়াপলে বিচ্ছিনতাবাদীদের হামলা বিষয়ে উদ্বেগ যক্ত করা হয়। ওই অঞ্চলে দুটি পক্ষই এখন লড়াইয়ের মুখোমুখি। গত মাসে স্বাক্ষরিত মিনস্ক চুক্তি দৃশ্যত কার্যকর হয়েছে। শনিবার বিদ্রোহীরা জানায় যে চুক্তির শর্ত মেনে লড়াইয়ের সন্মুখ্ভাগ থেকে তারা ভারী অস্ত্রশস্ত্র প্রত্যাহার সম্পন্ন করেছে।

XS
SM
MD
LG