অ্যাকসেসিবিলিটি লিংক

Talk 2 US: দ্বাদশ ১৫ তম পর্ব


ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । আজকের এই অনুষ্ঠানে বিশেষ্যের বা noun এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে । আজকের অনুষ্ঠানে আমরা মূলত চিকিতসা বিষয়ক কিছু শব্দের ওপর আলোকপাত করছি।


আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk 2 Us ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : গত সপ্তায় আমরা বেশ কয়েকটি নতুন সম্পর্ক বিষয়ক শব্দ শিখেছিলাম
শতরূপা : হ্যাঁ গত সপ্তায় আমরা Acquaintance, classmate Colleague companion, co-worker ............ এ রকম বেশ কিছু শব্দ শিখেছিলাম ।
আনিস : হ্যাঁ । আরও শব্দ নিয়ে আমরা আলোচনা করেছিলাম , যেমন Boyfriend এবং Girlfriend, fiancé এবং fiancée
শতরূপা: হ্যাঁ ।
আনিস : প্রথমেই এই শব্দগুলোর মধ্য থেকে অন্তত কয়েকটি শব্দ এসো আজ একটু ঝালাই করে নেওয়া যাক।
শতরূপা: বলুন
আনিস : Acquaintance,
শতরূপা: The other day, I met an acquaintance of my colleague in the coffee shop.
আনিস : খুবই যুৎসই বাক্য । এখানে acquaintance এবং Colleague দু টো শব্দই তুমি ব্যবহার করেছো। গত সপ্তায় আমরা আলোচনা করেছিলাম Company শব্দটির দুটি মানে নিয়ে, মনে আছেতো ?
শতরূপা : হ্যাঁ, একটি অর্থ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান আরেকটি অর্থ হলো সঙ্গ।
আনিস : বাঃ । এবার এ দুটি শব্দ দিয়ে বাক্য তৈরি করোতো।
শতরূপা : His company is making a lot of profit.
আনিস : আর অন্যটি ?
শতরূপা : She is such a pleasant person, we like her company.
আনিস : দুটি বাক্যই খুব ভালো হয়েছে। এবার আজকের বিষয়গুলোর দিকে নজর দেয়া যাক। আজ আমরা যে সব Noun ‘এর দিকে নজর দেবো , সেগুলো ডাক্তার বা ডাক্তারি বিদ্যা বিষয়ক। আমরা তো জানিই যে ডাক্তারকে ইংরেজিতে Doctor বলা হয়। এই Doctor শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করোতো ।
শতরূপা : After suffering from severe cold, he went to his family doctor.
আনিস : ঠিকই বাক্য বলেছো। তবে doctor তো নানান ধরণের হয়ে থাকেন । আজকে এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ কোন doctor কে কি বলা হয় , সেটা আমরা শিখে নেবো। প্রথম শব্দটি হলো dentist .
শতরূপা : এটাতো এর আগের একটা অনুষ্ঠানে বলেছিলেন যে dentist মানে হচ্ছে দাঁতের ডাক্তার।
আনিস : ঠিকই মনে আছে তোমার। এবার তা হলে একটা বাক্য শোনা যাক dentist শব্দটি দিয়ে।
শতরূপা : One should visit a dentist frequently to check if there is anything wrong with one’s teeth .
আনিস : হ্যাঁ ঠিকই বলেছো। কথায় বলে না , দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই। কাজই দাঁত থাকতেই , দাতেঁর ডাক্তারের কাছে যাওয়া উচিৎ। পরের শব্দটি Dermatologist .
শতরূপা : এই শব্দটাতো শুনিনি , আগে কখনও।
আনিস : Dermatologist . শব্দটির মানে হচ্ছে ত্বকের বা চামড়ার ডাক্তার ।
শতরূপা : ওহ , বুঝেছি। আমি skin specialist কথাটার সঙ্গেই বেশি পরিচিত।
আনিস: Dermatologist ই হচ্ছেন skin specialist. বানানটি লক্ষ্য করো
D-e-r-m-a-t-o-l-o-g-i-s-t এবার শোনা যাক বাক্য
শতরূপা : She went to a dermatologist for the rashes on her skin .
আনিস: একদম ঠিক বাক্য হয়েছে। এবারের শব্দটি acronym বা আদ্যাক্ষর, শব্দটি হচেছ E.N.T
শতরূপা : এটাও ঠিক পরিস্কার হলো না।
আনিস : E.N.T হলো Ear, Nose and Throat
শতরূপা : মানে নাক কান গলা।
আনিস : হ্যাঁ, নাক , কান গলার ডাক্তারকেই , সংক্ষেপে E.N.T বলে , সংক্ষেপে বলার কারণেই এর সঙ্গে আর ডাক্তার বা ডক্টর শব্দ জুড়ে দেওয়া হয় না। তা হলে E.N.T দিয়ে একটা বাক্য তৈরি করো , শতরূপা ।
শতরূপা : Recently after my throat pain , I went to see an E.N.T
আনিস : এবার , আরও একজোড়া , কাছাকাছি অর্থের দুটি শব্দ Optometrist এবং Ophthalmologist
শতরূপা : Optometrist বোধ হয় চোখের ডাক্তার কিংবা যিনি চোখ পরীক্ষা করে দেখেন। কিন্তু দ্বিতীয়টা পারছি না।
আনিস: আসলে Optometrist এবং Ophthalmologist দু জনই আসলে চোখের চিকিৎসক।
শতরূপা: তা হলে পার্থক্যটা কোথায় ?
আনিস : পার্থক্য হচ্ছে , Optometrist হলেন চোখের সাধারণ চিকিৎসক , যিনি চোখের পাওয়ার পরীক্ষা করে দেখেন , চশমা নেয়ার অথবা ওষুধ দেয়ার পরামর্শ দেন। আর Ophthalmologist হচ্ছেন , চক্ষু বিশেষজ্ঞ । যিনি চোখের সব রকমের রোগের চিকিৎসা করে থাকেন। তবে লক্ষ্য করো দুটি শব্দের বানান :
O-p-t-o-m-e-t-r-i-s-t = Optometrist
Ophthalmologist বানান হলো , O-p-h-t-h-a-l-m-o-l-o-g-i-s-t
শতরূপা: বেশ একটা কঠিন বানান মনে হচ্ছে।
আনিস : তা একটু কঠিনই বটে। তবে এখন শতরূপা এই দুটি শব্দ দিয়ে , দুটি বাক্য তৈরি করতে হবে তোমার।
শতরূপা: সেটাতো মনে হচ্ছে আরও কঠিন কাজ। আচ্ছা , চেষ্টা করছি তবুও।
Yesterday I went to an optometrist to see if I need to change my glasses.
He goes to an Ophthalmologist for his glaucoma treatment.
আনিস : অত্যন্ত দুটি চমৎকার বাক্য তৈরি করেছো । তবে আমাদের সময় ও শেষ। এখানে জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানের ভিডিও সংস্করণ আপনারা দেখতে পাবেন , আমাদের ওয়েবসাইটেও।
শতরূপা: আর আমাদের ওয়েবসাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com
আনিস : আজকের মতো তা হলে উঠতে হচ্ছে Talk 2 Us ‘এর এই সঙ্কলন থেকে।
শতরূপা আমি শতরূপা বড়ুয়া
আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
please wait

No media source currently available

0:00 0:04:41 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG