রবিবার লি কুয়ান ইউর শেষকৃত্যে অনুষ্ঠনে, তার পুত্র ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুং বলেন তাঁর বাবা সারা জীবন সিঙ্গাপুরের মাটিতে কাটিয়েছেন এবং এই বাতাসেই নিশ্বাস নিয়েছেন।
সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে লি কুয়ানের শেষকৃত্যে অনুষ্ঠনে আবেগময় এক বক্তব্যে প্রধানমন্ত্রী লি বলেন, যে আলো আমাদের এতবছর পথ দেখিয়েছে তা নীভে গেল। আমরা আমাদের জাতির জনককে হারিয়েছি।
লি কুয়ানের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দেন বিশ্ব নেতারাও। তাদের মধ্যে ছিলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট Park Geun-Hye এবং অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।