অ্যাকসেসিবিলিটি লিংক

ইবোলা ভাইরাসের মতো নাইজেরিয়ায় লেসা জ্বর নামের নতুন রোগের আবির্ভাব


ইবোলা ভাইরাসের মতো নাইজেরিয়ায় লেসা জ্বর নামের নতুন এক রোগের আবির্ভাব ঘটেছে।

গত বছর শেষের দিকে নাইজেরিয়ায় শুঋরু হওয়া এই লেসা জ্বরে এ পর্যন্ত ৫৭ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৪ জন মারা গেছেন।

ইদুরের মাধ্যমে ছড়ানো এই রোগের লক্ষন অনেকটা ইবোলা ভাইরাসের লক্ষনের মতো। ২০১৩ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারীতে ১১ হাজার মানুষ মারা যায়। নাইজেরিয়ায় ইবোলায় মারা যায় ৮ জন।

XS
SM
MD
LG