অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের মহাসচিব আন্তিনো গুয়েট্রেস লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে তিন দিনের সফরে গিয়েছিলেন


শুক্রবার রাতে জাতিসংঘের মহাসচিবের লিবিয়ার রাজধানী ত্রিপোলি ত্যাগের পরপরই আবার লড়াই শুরু হয়। সে দেশে মহাসচিব তিন দিনের সফরে গিয়েছিলেন এবং লড়াই থামানোর আহ্বান জানান।

আন্তিনো গুয়েট্রেস বলেন, আমি গভীর উদ্বেগ এবং ভারাক্রান্ত মন নিয়ে লিবিয়া ত্যাগ করছি। তবে আমি এখনো আশা করছি যে ত্রিপোলি এবং আশাপাশের এলাকায় রক্তাক্ত সংঘাত এড়ানো সম্ভব হবে।

দেশের পুর্বাঞ্চলে ক্ষমতাধারী জেনারেল খালিফা হাফতারের অধীনস্থ বাহিনী এখন রাজধানীর দিকে সরে আসছে। রাজধানীর নিয়ন্ত্রণে আছে জাতিসংঘ সমর্থিত প্রেসিডেনশিয়াল পর্ষদ এবং প্রধানমন্ত্রী ফায়েজ আল সেরাজ। ঐ বিদ্রোহী বাহিনী ত্রিপোলিতে প্রবেশ করলে, ঐ শহরের সুরক্ষায় নিয়োজিত মিলিশিয়া তাদের মোকাবিলা করবে।

XS
SM
MD
LG