অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ার রাজনৈতিক সংকট মোচনের উদ্যোগ


লিবিয়ার বিবাদমান সরকারের সদস্যরা জাতিসংঘের মধ্যস্ততায় একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে;যদিও বিতর্কিত চুক্তি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে /

২০১১ সালে লিবিয়ার শাসক মুয়াম্মার ঘাদ্দাফির পতনের পর লিবিয়ার বিরোধী সরকারগুলি পরিস্থিতিকে আরো অচল করে তোলে এবং সহিংসতা বৃদ্ধি পায় / সেই সংকট নিরসনের প্রয়াসেই এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করা হয় / চুক্তিতে ৪০ দিনের মধ্যে একটি ঐক্যমত সরকার গঠনের প্রস্তাব করা হয়েছে ; তবে বিরোধী সদস্যরা কতটুকু মতৈক্যে পৌঁছাবেন সেটাই বড় জিজ্ঞাসা /

XS
SM
MD
LG