অ্যাকসেসিবিলিটি লিংক

বেলারুশের স্বৈরশাসক কারারুদ্ধ বিরোধী সক্রিয়বাদীদের সঙ্গে দেখা করেছেন 


বেলারুশের স্বৈরচারী প্রেসিডেন্ট, আলেক্সান্ডার লুকাশেঙ্কো, তাঁর নির্বাচন ও নিয়োগের বিরোধিতাকারী বিরোধী সক্রিয়বাদীদের সঙ্গে সুরক্ষিত কারাগারে শনিবার ৪ ঘন্টা সময় কাটানI দীর্ঘকালীন এই শাসকের সাম্প্রতিক নির্বাচনকে জালিয়াতিপূর্ণ বলে জনগণ প্রত্যাখ্যান করেছেন এবং দুই মাস ধরে বেলারুশের বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে I তাঁর বিরোধিতাকারী হাজার হাজার বিক্ষোভকারীদের আটক রাখা হয়েছেI

শনিবার, প্রেসিডেন্ট লুকাশেঙ্কো, কারারুদ্ধ ১১জন সক্রিয়বাদীর সঙ্গে কথা বলেন, যাদের মধ্যে ছিলেন বিরোধী কোয়ালিশন কাউন্সিলের সদস্যরা এবং রাশিয়ার মালিকানাধীন শীর্ষ একটি ব্যাংকের প্রধান, ভিক্টর বাবরিকো, যাঁকে তাঁর নির্বাচনী দৌড় থেকে বহিস্কার করে কারাগারে পাঠানো হয়I

XS
SM
MD
LG