অ্যাকসেসিবিলিটি লিংক

 দন্ডমুক্ত হলেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট, লুলা দে সিলভা 


ব্রাজিলের সুপ্রিম কোর্ট সোমবার, প্রাক্তন প্রেসিডেন্ট, লুইজ ইন্যাসিও লুলা দে সিলভা'র সকল দণ্ডাদেশ বাতিল করে দিয়েছে, যাতে ২০২২ সালে তাঁর প্রেসিডেনশিয়াল নির্বাচনে প্রতিযোগিতা করার পথ প্রশস্ত হোলI

প্রাক্তন প্রেসিডেন্ট, দে সিলভাকে দুবার দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত করা হয়I এ ছাড়াও গুয়া রুজা সৈকত শহরে একটি বাড়ির মালিকানা সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগ এনে তাঁকে ৯ বছর ৬ মাস কারাদণ্ড দেয়া হয়I দু বছর পরে, অন্য এক মামলায় তাঁকে জড়িয়ে, ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়I

জনপ্রিয় এই নেতার দন্ডমুক্তি সে দেশে রাজনৈতিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করবে এবং তিনি আবারো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাবেনI

XS
SM
MD
LG