অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে মিটু আন্দোলনের জেরে কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের পদত্যাগ


মিটু আন্দোলনের জেরে শেষ পর্যন্ত শক্তিশালী কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর আজ পদত্যাগ করতে বাধ্য হলেন।

তাঁর বিরুদ্ধে একের পর এক মহিলা সাংবাদিক যৌন নিগ্রহের অভিযোগ আনা সত্ত্বেও আকবর সেগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দেন এবং উল্টে অভিযোগকারিনীদের বিরুদ্ধে মানহানির মামলা করেন। কিন্তু এর মধ্যে তিরিশ জনের অভিযোগ জমা পড়ে। আরএসএস ক্ষুব্ধ হয়, প্রধানমন্ত্রীর দফতরও হস্তক্ষেপ করে। ফলে আকবরের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তাঁর পদত্যাগের পর প্রথম অভিযোগকারিনী প্রিয়া রামানি বলেন, স্বস্তি বোধ করছি। ভুক্তভোগী আর একজন সাংবাদিক, লেখক শুমা রাহা ভয়েস অফ আমেরিকাকে জানান..

আকবর শক্তি প্রদর্শন করতে তাঁর মামলায় লড়ার জন্য ৯৭ জন উকিল নিয়োগ করেছিলেন। এখন তিনি ওই মামলা তুলেও নিতে পারেন।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG