অ্যাকসেসিবিলিটি লিংক

মালালা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন পাকিস্তানের জনগণ চরমপন্থীদের প্রতিরোধ করেছে


Pakistani activist and Nobel Peace Prize laureate Malala Yousafzai poses for a photograph at all-boys Swat Cadet College Guli Bagh, during her hometown visit, 15 kilometers outside of Mingora, March 31, 2018.
Pakistani activist and Nobel Peace Prize laureate Malala Yousafzai poses for a photograph at all-boys Swat Cadet College Guli Bagh, during her hometown visit, 15 kilometers outside of Mingora, March 31, 2018.

মালালা ইউসুফজাই বলেছেন তিনি চান যে বিশ্ব জানুক যে পাকিস্তানে শান্তি বিরাজ করছে এবং সে দেশের জনগণ চরমপন্থীদের প্রতিরোধ করেছে।

নোবেল পুরস্কার বিজয়ী, ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ওই বার্তাই পৌছে দিতে চেয়েছিলেন, পাকিস্তানে তার অঘোষিত চার দিনের সফরের সময়। মালালার সফর শেষ হয় সোমবার। ২০১২ সালের পর এটাই ছিল তার প্রথম পাকিস্তান সফর। ২০১২ সালে তালেবান চরমপন্থীরা তার মাথায় গুলি ছোড়ে। তখন তার বয়স ছিল মাত্র ১৪। মেয়েদের শিক্ষার অধিকারের জন্য মালালার প্রচেষ্টার বিরোধিতায় তাকে গুলি করা হয়।

ইউসুফজাইর বয়স এখন ২০। তিনি ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তিনি মালালা অর্থ ভানাডারের সহ প্রতিষ্ঠাতা। মালালা ফান্ড এ অবধি মেয়েদের শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে ৬০ লক্ষ ডলারের বেশি অর্থ প্রদান করেছে।

XS
SM
MD
LG