অ্যাকসেসিবিলিটি লিংক

মালায়েশিয়া বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্তিদেহে তিন জনকে গ্রেপ্তার করেছে


Relatives of Lim Saw Gaik, 49 and son, Neoh Jai Jun, 20, victims of Monday's bombing at a popular Bangkok shrine arrive to pay their final respects at the Neoh's home in Penang, Malaysia, Thursday, Aug. 20, 2015.
Relatives of Lim Saw Gaik, 49 and son, Neoh Jai Jun, 20, victims of Monday's bombing at a popular Bangkok shrine arrive to pay their final respects at the Neoh's home in Penang, Malaysia, Thursday, Aug. 20, 2015.

মালায়েশিয়ার কর্তৃপক্ষ বলেছে তারা গত মাসে থাইল্যান্ডের ব্যাংককে যে মারাত্মক বোমা বিস্ফোরণ ঘটে, সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার কুয়ালালামপুরে এক সাংবাদিক সম্মেলনে, মালায়েশিয়ার জাতীয় পুলিশ বাহিনীর প্রধান, খালিদ আবু বাকার, এক পাকিস্তানি পুরুষ এবং এক মহিলা সহ দুজন মালায়েশিযানের গ্রেপ্তারের কথা ঘোষণা করেন। বাকার বলেন ওই তিন ব্যক্তিকে মালায়েশিয়ায় নিয়ে আসার কোন পরিকল্পনা তাদের নেই।

তিনি বলেন, “ এই মুহুর্তে নয়। আমরা মনে করি যারা ব্যাংকক বোমা বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট তাদের তদন্তের ব্যাপারে, সন্দেভাজন ব্যক্তিরা সাহায্য করতে পারবে। এই মুহূর্তে বিস্তারিত আর কিছু বলতে চাই না কারণ তদন্ত অভিযান চলছে।”

বাকার বলেছেন তার পুলিশ বাহিনী, থাই কর্তৃপক্ষের সঙ্গে, ১৭ই অগাস্টের বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের ব্যাপারে ঘনিষ্ট ভাবে কাজ করছে।

XS
SM
MD
LG