অ্যাকসেসিবিলিটি লিংক

মালদ্বীপ জরূরি আবস্থা ঘোষনা করেছে


মালদ্বীপ জরূরি আবস্থা ঘোষনা করেছে বুধবার-কারণ হিসেবে, জাতীয় নিরাপত্তার প্রতি হূমকির কথা উল্লেখ করেছে ভারত মহাসাগরবর্তী ঐ দ্বীপ রাষ্ট্রটির পররাষ্ট্র দফতর।

সরকার পরিচালিত টুইটার বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে- ৩০ দিন পর্যন্ত এ জরূরী অবস্থা বলবত থাকবে।

বিধান সভার অনুমোদন সাপেক্ষে প্রেসিডেন্ট জরূরী অবস্থার মেয়াদ বাড়াতে পারেন- দেশটির শাসনতন্ত্রে এ বিধান রয়েছে।

প্রেসিডেণ্ট আব্দুল্লা ইয়ামীন –দেশের জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনিয় সকল পদক্ষেপ নেবে- বক্তৃতায় একথা ঘোষনা করবার একদিন পরই এ জরুরী অবস্থা ঘোষনা করা হ’লো।

XS
SM
MD
LG