অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন – মালির উত্তরাঞ্চলে জিহাদী গোষ্ঠিগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে


ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন – মালির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাবার চেষ্টা চালাচ্ছে যে যোদ্ধৃ সেনারা , এলাকার প্রধাণ প্রধাণ শহর জনপদগুলোতে জিহাদী গোষ্ঠির ছিঁটেফোঁটা যাই রয়ে গিয়েছে সে শক্তিগুলো তাদের সামনে বাধা হয়ে উঠে দাঁড়াচ্ছে ।
বুধবার যাঁইভস ল্য দ্রিয়ন বলেছেন – একদিন আগেই গাও শহরে ফ্রান্স ও মালির সেনাদের সঙ্গে ইসলামপন্থী জঙ্গিদের সংঘাত হয় এবং ফ্রান্সের বিমান এখনো জঙ্গিদের লক্ষস্থলগুলো নিশানা করে বিমান হামলা লাগাতার চালিয়ে যাচ্ছে ।
বার্তা সংস্থা Associated Press জানাচ্ছে – মালির সৈন্যেরা গাওতে শিল্প মানের বেশ কিছু বিস্ফোরক মজুদের সন্ধান পেয়েছে – এগুলো হয়তোবা রাস্তায় পাতার উপযোগি বোমা তৈরির কাজে ব্যবহৃত হতো । গাওয়ের অদূরে এরকম লড়াই চললেও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁ বলেছেন – অচীরেই তিনি মালি থেকে ফরাসী সৈন্য প্রত্যাহার করে নিতে চান । জনৈক মহিলা প্রেসিডেন্টের মূখপাত্র হিসেবে বলেছেন – সৈন্য প্রত্যাহার সামনের মাস থেকেই হয়তো শুরু হবে । মালি অভিযানে এই মূহূর্তে প্রায় চার হাজার ফরাসী সেনা সংশ্লিষ্ট রয়েছে ।
XS
SM
MD
LG