যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে দুটি সামরিক স্থাপনায় গুলি চালনার ঘটনায় চার জন মেরিন সেনা নিহত হয়।
কর্মকর্তারা বলেছেন, যে বন্দুকধারী দুই স্থাপনায় গুলি চালায়, তিনিও ওই ঘটনায় নিহত হন। একজন পুলিশ অফিসার সহ কয়েকজন আহত হন।
আইন বলবৎকারী সূত্রে বলা হয়, বন্দুকধারীকে শনাক্ত করা হয়েছে। তিনি ২৪ বছর বয়স্ক মোহাম্মদ ইউসুফ আব্দুলআজিজ। এপর্যন্ত তার সম্পর্কে আর কোন তথ্য পাওয়া যায়নি। কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর এক সূত্র ভয়েস অফ আমেরিকাকে বলেছে যে মি: আব্দুলআজিজ কুয়েতি এবং তিনি অভিবাসন গ্রহণ করে এ দেশের নাগরিক হয়েছেন।