অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান চ্যান্সেলার হিসেবে মার্কেলের শেষ বারের মতো রাশিয়া সফর


মস্কোতে ক্রেমলিনে পুতিন চ্যান্সেলার মার্কেলকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন। ছবি- এপি
মস্কোতে ক্রেমলিনে পুতিন চ্যান্সেলার মার্কেলকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন। ছবি- এপি
এবছরের শেষ দিকে জার্মান চ্যান্সেলার আঙ্গেলা মার্কেলের প্রায় ১৬ বছর পর ক্ষমতা ত্যাগ করার কথা রয়েছে। তিনি রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সর্বশেষ বৈঠকের জন্য এখন মস্কোতে রয়েছেন।

ঐ দুই নেতা শুক্রবার ক্রেমলিনে আলোচনায় বসার আগে জার্মান চ্যান্সেলার মার্কেল, মস্কোতে “টুম অফ দ্য আননোন সোলজার বা নাম না জানা সৈন্যদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এর পরপর তিনি একটি সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেন।

পরে , বৈঠকে বসার আগে ক্রেমলিনে যখন দুই নেতা ছবি সেশনের সময় মিলিত হন তখন প্রেসিডেন্ট পুতিন জার্মান চ্যান্সেলারকে ফুলের তোড়া উপহার দেন। সাংবাদিকদের উপস্থিতিতে মার্কেল পুতিনকে বলেন, যদিও তাদের মধ্যে বিস্তর মতবিরোধ রয়েছে তারপরও তিনি মনে করেন যে তাদের দু’জনের সরাসরি আলোচনা হওয়া গুরুত্বপূর্ণ।

মার্কেল বলেন, আফগনিস্তানএবং লিবিয়ার পরিস্থিতিসহ দুই নেতার দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি নানা বিষয়ে আলোচনা করার আছে।

পুতিন এবং মার্কেল সম্ভবত রাশিয়ার নর্ড ষ্ট্রিম ২ প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন জার্মানিতে নিয়ে যাওয়ার বিষয়টি উত্থাপন করবেন, যা প্রায় শেষে হওয়ার পথে। তবে ঐ চুক্তির বিষয়ে আমেরিকা অবশ্য প্রশ্ন তুলেছে যে ঐতিহাসিক গ্যাস ট্রানজিট দেশ ইউক্রেনকে উপেক্ষা করা হচ্ছে যা মিত্রদেশের প্রতি বিশাল আঘাত।

আলোচনার পরপর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার কথা।

চ্যান্সেলার মার্কেলের রবিবার কিয়েভে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।

(এই প্রতিবেদনে এসোসিয়েটেড প্রেস, রয়টার, ফ্রেন্স নিউজ এজেন্সি এবং এএফপি থেকে নেওয়া তথ্য ব্যবহার করা হয়েছে।)

XS
SM
MD
LG