অ্যাকসেসিবিলিটি লিংক

জঙ্গীবাদ মোকাবেলায় সতর্ক থাকার আহবান জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট


ঢাকাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা শনিবার দেশজুড়ে সভা-সমাবেশ এবং অন্যান্য কর্মসূচি পালন করে জঙ্গীবাদ মোকাবেলায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এসব অনুষ্ঠানে অভিভাবক ছাড়াও সাধারণ মানুষও অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ওই পথে যাওয়া থেকে বিরত রাখা সতর্ক থাকার আহবান জানিয়ে, শিক্ষক অভিভাবকদেরও নজরদারি বৃদ্ধির পরামর্শ দেন
এদিকে, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট শনিবার নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে সন্ত্রাস-জঙ্গীবাদ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহবান জানান। রাষ্ট্রদূত বলেন, পুলিশ সন্ত্রাস মোকাবেলায় অন্যান্য দেশের মতোই এদেশেও কঠিন-কষ্টসাধ্য এক অসাধারণ কাজ করছে। আমাদের সবাইকে কড়া নজরদারি রাখতে হবে। তবে কখনোই এটা মনে করার কোনো কারণ নেই যে, সমস্যার সব সমাধান সম্পন্ন হয়ে গেছে, সব সমস্যার ইতি ঘটেছে
শুক্রবার রাতে গুলশান শোলাকিয়ায় হামলার সাথে সম্পৃক্ত বলে কথিত নব্য জেএমবি নেতা মুরাদ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তাকে পুলিশ খুজছিল বলে জানা গেছে।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG