অ্যাকসেসিবিলিটি লিংক

ভাইয়ের স্মৃতিতে শহীদ সাংবাদিক সেলিনা পারভীন


Interview with Shelly Shahabuddin
please wait
Embed

No media source currently available

0:00 0:11:26 0:00

আজ আমরা কথা বলবো তেমনি এক জাতির গর্ব শহীদ সাংবাদিক সেলিনা পারভীনকে নিয়ে যাঁকে নরঘাতক আল-বদররা হত্যা করে। মুক্তমনা, স্বাধীন চেতা, স্বপ্নচারিণী সেলিনা পারভীনের ভাই ডা. এ কে এম শাহাবুদ্দিন গত ৪৯ বছর ধরে বয়ে নিয়ে আসা সেই কষ্টের কথাই বলছেন আটলান্টা থেকে তাঁর বেদনা বিধুর কন্ঠে

আজ আবার শোকার্ত সেই ১৪ই ডিসেম্বর । একাত্তরের এই দিনে আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ সন্তানদের। আজ আমরা কথা বলবো তেমনি এক জাতির গর্ব শহীদ সাংবাদিক সেলিনা পারভীনকে নিয়ে যাঁকে নরঘাতক আল-বদররা হত্যা করে। মুক্তমনা, স্বাধীন চেতা, স্বপ্নচারিণী সেলিনা পারভীনের ভাই ডা. এ কে এম শাহাবুদ্দিন গত ৪৯ বছর ধরে বয়ে নিয়ে আসা সেই কষ্টের কথাই বলছেন আটলান্টা থেকে তাঁর বেদনা বিধুর কন্ঠে । তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে কথা বলছেন ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সাংবাদিক ও সম্পচারক আনিস আহমেদ ।

ভিডিও চিত্রধারণ ও সম্পাদনা : তাওহিদ ইসলাম

XS
SM
MD
LG