অ্যাকসেসিবিলিটি লিংক

মেকং নদীর ওপরে গড়া চীনা বাঁধ, কয়েকশো কোটি মানুষের জীবিকার প্রতি হুমকিস্বরূপ 


যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের অর্থায়নপুষ্ট, 'দি মেকং ড্যাম মনিটর' প্রযুক্তি, স্যাটেলাইট থেকে নেয়া তথ্য অনুযায়ী চীনের মেকং নদীর ওপরে গড়া, বাঁধের 'পানি নিয়ন্ত্রণ' নজরদারি করে থাকেI ২৭০০ মাইল দীর্ঘ জলপথ, যা চীনে 'ল্যান্ক্যাং' নাম পরিচিত, যা মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, কাম্বোডিয়া ও ভিয়েতনামের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যার ওপরে কয়েকশো কোটি বিভিন্ন দেশের মানুষ, কৃষিকাজ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেনI তবে চীন সুকৌশলে, বাঁধ নির্মাণ করে মেকং নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করছে বলে খবরে প্রকাশI

নজরদারি প্রযুক্তির সাহায্যে এমন তথ্য পাওয়া যায় যে, বাঁধের সাহায্যে অত্যন্ত নিপুণতার সঙ্গে তারা পানি বিদ্যুৎ উৎপাদন কোরে, তা চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশে তা বিতরণ করছে, নদীপথের ওপর নির্ভরশীল কোটি কোটি মানুষের জীবিকা নির্বাহের ঝুঁকির মূল্যেI

XS
SM
MD
LG