অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন জনসন ও মার্কেল


ফাইল ছবি, আঙ্গেলা মার্কেল বার্লিনে সংবাদ সম্মেলনে অংশগ্রহণরত, ২২শে জুলাই, ২০২১- এপি
ফাইল ছবি, আঙ্গেলা মার্কেল বার্লিনে সংবাদ সম্মেলনে অংশগ্রহণরত, ২২শে জুলাই, ২০২১- এপি

ব্রিটেনের প্রধানমন্ত্রী ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল, শনিবার আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দেশটির আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের আফগান সরকার গঠনে G -7 দেশগুলির অভিন্ন উদ্যোগের প্রতি সমর্থন জানান।

প্রধানমন্ত্রী জনসনের দপ্তর থেকে বিবৃতিতে জানানো হয়, গত সপ্তাহে নেতাদের বৈঠকের আলোচনার ভিত্তিতে প্রধানমন্ত্রী জনসন ও চ্যান্সেলর মার্কেল, নতুন আফগান সরকারের বিষয়ে কাজ করার লক্ষ্যেএকটি দিক নির্দেশনা তৈরী করতে বাদবাকি জি-সেভেন নেতাদের সঙ্গে কাজটি সম্পাদনে সম্মত হয়েছেন।

ব্রিটেনের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী এই মর্মে জোর দিয়েছেন যে, তালিবানের সঙ্গে যে কোনো স্বীকৃতি প্রশ্নে বা সম্পৃক্ততার ক্ষেত্রে তা হবে শর্তযুক্ত এবং যারা দেশ ছাড়তে চান তাদের অবাধে অনুমতি দিতে হবে এবং মানবাধিকারের প্রতি তাদেরকে শ্রদ্ধাশীল হতে হবেI

XS
SM
MD
LG